Looking For Anything Specific?

Header Ads

পথের পাঁচালী।।বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

 

পথের পাঁচালী

লেখকঃ- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

পথের পাঁচালীবইটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। বইটি রচনা করেছেন বাংলা সাহিত্যের বিখ্যাত ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

উপন্যাসটিতে দেখানো হয়েছে জীবনের তাগিদে জীবনের পরিবর্তনশলিতা ,চলমান জীবনের স্থির সমাজের চিত্র। ভাই বোনের মধুর সর্ম্পক খুনসুটি।

নিশ্চিন্দিপুর গ্রামের হরিহর রায় তার পরিবারকে নিয়ে উপন্যাসের গল্প আবর্তিত হয়েছে। হরিহর আর সর্বজয়ার দুই সন্তান মেয়ে দূর্গা ছোট ছেলে অপু। এই চারটি প্রধান চরিত্রকে কেন্দ্র করেই উপন্যাসের বাকী অংশের বিকাশ।

হরিহরের দুই পুত্রকন্যা- অপু দুর্গা উপন্যাসটির প্রাণ। অপু-দুর্গার পরিবারে সর্বদা দারিদ্র বিরাজ করে। একসময় দারিদ্র অপুর থেকে তার দিদিকে কেড়ে নেয়, চিকিৎসার অভাবে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমায় দুর্গা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ