Looking For Anything Specific?

Header Ads

যুব সমাজের নৈতিক অবক্ষয়ের কারণ ও প্রতিকার



যুব সমাজের নৈতিক অবক্ষয়ের লক্ষন আমাদের সমাজে সুস্পষ্ট। দেশের প্রায় সকল প্রকার অপরাধ মূলক ঘটনার সাথে প্রত্যক্ষ ভাবে জরিত। খুন, ছিনতাই ,ধর্ষণ,অপহরণ, চাঁদাবাজি,মুক্তিপণ আদায়ের মত ঘটনাও প্রতিমুহূর্তে ঘটে চলছে। মাদক দ্রব্যের ব্যবহার এবং চোরা চালান ও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

বিপথগামী যুব শক্তিকে ফিরিয়ে আনা যাচ্ছে না যে কারণে আজ তার অনুসন্ধান প্রয়োজন। যুব সমাজের নৈতিক অবক্ষয়ের গুরুত্বপূর্ণ কারণ হলো-
★ আমাদের সমাজে ও শিক্ষা ব্যবস্থায় আদর্শিক চেতনা ও মূল্যবোধ সৃষ্টির তেমন প্র‍য়াস নেই।
★ অপসংস্কৃতির প্রভাবে যুব সমাজ উগ্র জীবন বোধে মাতাল হয়ে উঠছে।
★ কর্মসংস্থানের অভাবে তরুনরা বেকারত্বে শিকার হচ্ছে। ফলে বেকারত্বজনিত হতাশার প্রভাবে অগণিত যুব সমাজ অপরাধের সাথে জড়িয়ে পড়ছে।
★ রাজনৈতিক কুপ্রভাবের ফলে তরুনরা সন্ত্রাস ও অপরাধ মূলক কাজ করে চলছে পূর্ণ উদ্যমে।
★ সরকার ও প্রশাসনের দ্বায়িত্ব পালনে দূর্বলতার। এ দূর্বলতা সমাজের নৈতিক মূল্যবোধে ধস নামাচ্ছে।

প্রতিকার: আজকের তরুনরা আগামীদিনের ভবিষ্যত দেশ ও জাতির কর্নধার। তরুনদের কে সত্য,সঠিক ও সুন্দরভাবে গড়ে তোলার মধ্যেই দেশের কল্যান নিহিত। তাই তাদের ধ্বংসের হাত থেকে রক্ষা করা জন্য কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

★ তরুনদের জীবনের মহৎ লক্ষ্য সম্পকে আগ্রহী করে তুলতে হবে।
★ ধর্মীয় আচরণবিধির প্রতি অনুগত করে তুলতে হবে।
★ শিক্ষার ক্ষেত্র আদর্শিক ও মানবিক চেতনা বিকাশের সহায়ক ব্যবস্থা রাখতে হবে।
★ বেকারত্বের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে পারলে যুবসমাজ অপরাধের চক্র থেকে মুক্ত থাকবে।
★ অপসংস্কৃতির বদলে সুস্থ সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটাতে হবে।
★ রাজনৈতিক কুপ্রভাবে তরুণরা যাতে আত্মাবিক্রীত না হতে পারে সেজন্য রাজনৈতিক দলগুলোকে সদিচ্ছা প্রদর্শন করতে হবে।
★ সরকার ও প্রশাসনকেও অপরাধ বিস্তার বোধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

শেষ কথা: তারুণ্যকে সৎ ও সঠিক পরিচালিত করার পরিবেশ তৈরী করতে হবে। তাহলেই আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দারাতে পারবো।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ