Looking For Anything Specific?

Header Ads

শীতের সময় শিশুদের সুস্থ রাখার জন্য করনীয়




শীত মৌসুমের আবহাওয়ায় বড়দের খাপ খাওয়াতে সমস্যায় পড়তে হয়। সেখানে ছোটদের আরও বেশি সমস্যা। স্বাস্থ্য সমস্যার মধ্যে প্রথমে চলে আসে সাধারণ জ্বর, ঠান্ডাজনিত সর্দি-কাশির কথা বা কমন কোল্ড। আর শীতে শিশুরা একটু বেশি অসুস্থ হয়ে পড়ে। তবে দুশ্চিন্তা না করে এ সময়টাতে শিশুদের বিশেষ পরিচর্যা নিলে শীতেও আপনার সোনামণি থাকবে সুস্থ।


তাহলে জেনে নিন শীতের সময় শিশুদের সুস্থ রাখার জন্য করনীয়:

 

১.সদ্যজাত শিশুদের ও মাকে ঠাণ্ডা পানিতে গোসল করানো যাবে না।

২. শিশুদের হাত ও পায়ে মোজা গাইঘাটার মাথায় টুপি এবং পরিষ্কার কাপড় পরাতে হবে।

 ৩.জরুরি প্রয়োজন ছাড়া শিশুকে বাড়ির বাইরে নেয়া যাবে না।

 ৪.ছয় মাসের কম বয়সী শিশুকে বুকের দুধ খাওয়াতে হবে ।

৫.ছয় মাসের বেশি বয়সী শিশুকে বুকের দুধের পাশাপাশি পরিপূরক খাবার খাওয়াতে হবে।

 ৬.শিশুকে হালকা গরম পানি দিয়ে খুব অল্পসময়ের মধ্যে গোসল করাতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ