Looking For Anything Specific?

Header Ads

মোবাইলের বিরক্তিকর মেসেজ থেকে রেহাই পেতে করণীয়


মোবাইল ফোন অপারেটরদের নিত্যনতুন সেবা সম্পর্কে জানতে প্রমোশনাল এসএমএস/ক্যাম্পেইন সহায়ক ভূমিকা পালন করে।

এরপরও ক্ষেত্র বিশেষে গ্রাহকদের কাছে প্রমোশনাল এসএমএস/ক্যাম্পেইন পাওয়া বিরক্তিকর বলে প্রতীয়মান হয়। তাই গ্রাহকদের সেবার মান আরো উন্নত করার লক্ষ্যে ফোন অপারেটরা 'ডু নট ডিস্টার্ব' সেবা চালু করেছে। যার মাধ্যমে বিরক্তিকর মেসেজ বন্ধ করা যায়।

মোবাইলে প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে ইউএসএসডি কোড ডায়াল করে চালু করার মাধ্যমে আপনি আপনার মোবাইলে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ করতে পারবেন।

বিরক্তিকর অফার সংশ্লিষ্ট প্রমোশনাল এসএমএস না পেতে ডায়াল করুন :

গ্রামীণফোন গ্রাহকরা বিজ্ঞাপনের এসএমএস বন্ধ করতে পারবেন ১২১১১০১# এই নম্বরে ডায়াল করে। পুনরায় অফার এসএমএস চালু করতে ১২১১১০২# এই নম্বরে ডায়াল করতে হবে।

বাংলালিংক গ্রাহকদের ডায়াল করতে হবে ১২১৭১২*১# নম্বরে। 

রবি ও এয়ারটেল গ্রাহকরা এসএমএস বন্ধ করতে পারবেন *৭# নম্বরে ডায়াল করে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ